-স্বপ্ন-

সীমার মাঝে অসীম লুকিয়ে যায়,

দিগন্তের ওই মেঘ নীল ছায়ায়-

 

অসীমের আজ- খোঁজ খোঁজ খোঁজ, খোঁজ

তোমার চোখে আসবো আমি রোজ-

 

সেদিন ছিলেনা আমার স্বপন খাতায়,

আসবে কি আজ লাল পলাশের ছাতায়-

 

দেখিনি তো সেই কাজল ভরা চোখে,

দূরের ছায়া আমায় চেয়ে দেখে-

 

চলছি পথ- যেন সবুজ ক্ষেতের আল,

হারাব না- দেখা হবে কাল ।।

 

এলোমেলো,

২৩শে এপ্রিল, ২০১২

আঁকিবুঁকি

যেতে যেতে একলা পথে –

জুটল আরও অনেক,

রঙ বেরঙের মনের ভাঁড়ার –

রঙ চটা কোথাও একটু খানেক,

 

সবাই জানে,

সবাই যাবে একই পথের শেষে…

তারই মাঝে গাড়ী চলে, কথাও চলে –

হাজার চুপের পাশে,

 

আমিও চুপ,

খুব সাবধানে কান পাতি –

আর, চোখ খুঁজে চলে ভঙ্গিমা সব,

যত উদ্ভট আঁকিবুঁকি ।।

-এলোমেলো, মার্চ ২০১৬

ভালোলাগার গান

 

শব্দখেলায় ক্লান্ত দুচোখ

পিছন ফিরে তাকায়-

শব্দ শোনার ভীষণ লোভে

দারুণ ক্ষোভে উথলে পড়ে,

গলাবন্ধ চোরা স্রোত

চাবি খুঁজি অন্ধকারে

আলোক আভা মেলে ধরে,

সে তার প্রাণ ভরে

স্পর্শে তার সুখ খুব,

আর তিরতিরে স্বচ্ছ সুর

মিলতে পারে দুহাত মেলে,

কোমল কথার ছন্দ মিলে ।।

-এলোমেলো, ১৩ই মে, ২০১৭

কিছু শব্দময় আলো

সাদা কালো ভেদ করে

একটা অব্যক্ত স্পর্শ ছুঁয়ে যাচ্ছিল বারবার,

 

গভীর সুরে বোনা পাঁজরের প্রতিটা ধাপে

পা রাখছিলাম, অথবা বলা যায়

অদৃশ্য চুম্বক টেনে নিচ্ছিল নিজস্ব ছন্দে,

 

মাঝেমধ্যে একটা মিষ্টি গন্ধ

আমার চারপাশে এঁকে দিচ্ছিল,

কাল্পনিক শব্দের সুবাস ।

 

বয়ে চলেছিলাম আলোছায়ার অমোঘ টানে,

গলা বন্ধ হয়ে আসছিল বারবার,

তীব্র দ্বন্দ্ব গ্রাস করে চলেছিল-

 

যেখানে স্বপ্ন- জীবন- দূরত্ব একাকার হয় ।।

এলোমেলো, ১লা মার্চ, ২০১৭

Create a free website or blog at WordPress.com.

Up ↑