সেই রঙটা

রঙটা কিছুতেই মেলে না…

এরঙ সেরঙ মেলাই মেশাই

একফোঁটা এটা- তিনফোঁটা ওটা,

আরও কতফোঁটা এটা সেটা-

 

কিছুতেই আসেনা সেই রঙটা!

 

ওরা বলে,

“বলনা, কোন রঙটা চাই তোর?

এনে দেব, মেশাবি আর রঙ হবে তোর…”

 

জানিনা তো, কীসের সাথে কী মেশাতে হয়!

জানি, ঠিকের সাথে ঠিকটা মিললেই, সেরঙ আমার হয় ।

 

সেই রঙটা, যা ছুঁলেই-

মস্ত আকাশ,  টাটকা বাতাস

উড়ো চিঠি, ভিজে মাটি

বুক ঢিপঢিপ, জল থইথই

মেঘ গর্জায়,  একলা দুপুর,  রাত্রি সুখ

 

তার খেয়ালেই মাতাল আমি,

রঙের নেশা উপচে পড়ে

কানায় কানায় প্রাণের ছোঁয়ায়-

 

রঙ সাজিয়ে আমিও বসে,

ঠিক সে রঙের প্রবল আশে-

 

রঙ মিললেই রঙের সাথে,

আমার সে রঙ আমার হবে

ডুব দেব তার গহীন কোলে-

 

আয় সে রঙ অঙ্গে মেখে,

প্রাণের রঙে রঙিন হই ।।

এলোমেলো,

২৪ শে জুলাই, ২০১৬

Featured post

-স্বপ্ন-

সীমার মাঝে অসীম লুকিয়ে যায়,

দিগন্তের ওই মেঘ নীল ছায়ায়-

 

অসীমের আজ- খোঁজ খোঁজ খোঁজ, খোঁজ

তোমার চোখে আসবো আমি রোজ-

 

সেদিন ছিলেনা আমার স্বপন খাতায়,

আসবে কি আজ লাল পলাশের ছাতায়-

 

দেখিনি তো সেই কাজল ভরা চোখে,

দূরের ছায়া আমায় চেয়ে দেখে-

 

চলছি পথ- যেন সবুজ ক্ষেতের আল,

হারাব না- দেখা হবে কাল ।।

 

এলোমেলো,

২৩শে এপ্রিল, ২০১২

Featured post

লকডাউনের ডায়েরী

আধভেজা ছায়াপথে হলুদ পাতার আলপনা

আমার অপেক্ষায়-

রাত্তির গাঢ় হওয়ার মুখে, দুহাত মেলা বড় গাছটা

সুগন্ধী সাদা পেঁজা ফুল হাওয়ায় দুলিয়ে,

চেয়ে থাকে আমার দিকে।

চোখাচোখি হয় ওপরে তাকাতেই,

শিরিষের সাথে কদিন রোজ দেখা হয়

রাত পথের ধারে।

কয়েক মুহূর্ত থামি, প্রাণ ভরে শ্বাস নিয়ে

মিষ্টি গন্ধ বুকে ভরে চলে যাই আবারও,

কাল আসার অপেক্ষায়।

এভাবেই আবর্তন চলতে থাকে-

কুকুরটার মায়াভরা চোখ দুটো থেকে

চোখ সরাতে পারি না

কেমন একটা অসহায়তা চেপে বসে বুকে।

আর সকাল হতেই একটা ছাতারের

বাগানের মাটিতে অক্লান্ত অনুসন্ধানের,

সাক্ষী থাকি আমি-

সবাই এমনই ছিল, প্রতিদিন, ভীষণভাবে!

২২শে এপ্রিল, ২০২০

গোরস্থানের স্বপ্ন

মৃতেরা জেগে থাকে পাথরের ভাঁজে –

ইতিহাস বয়ে নিয়ে বুকে,

সবুজ- কালো শ্যাওলা আঁকা

দেওয়াল- চাতাল কার অপেক্ষায়,

দাঁড়িয়ে অবিচল – বাঙময়

 

বয়ে চলে সময়ের আঁচড় –

 

ভবিষ্যৎ তুমি এস কোনোদিন-

চুপি চুপি পাথরের স্তব্ধ বুকে

কান পেতো নীরবে –

বলার অনেক কথা,

শুনে নিও আমার স্তব্ধ পদধ্বনি –

বহুত্বের সঙ্গমে মিলিত আমার শেষ রাত্রি,

নিশ্চিত মৃত্যু যাপন !

 

                                                                                                                                এলোমেলো,

                                                                                                                                 জানুয়ারী, ২০১৮

তোমার রঙ নীল

কারা যেন বলেছিল ঈর্ষার রঙ সবুজ,

গাঢ় গভীর সবুজ চোখে 

আমার ঈর্ষা আঁকা –

বর্ষা ঝরার সাদা-ধূসর ঝাপসে দেয়,

তোমার নিখুঁত বোনা 

 

কত সাধে বোনা ঘর, স্বপ্ন পরিপাটী

লাল, হলুদ, কমলা, নীল

রঙ জীবনের মাটি –

সবুজ ঈর্ষা আর ক্ষমতা কালোও ছিল

দুএক ছিটে –

 

অলক্ষ্যেই ঘনিয়েছিল আরও গভীর কালো

ক- আঁচরেই মাড়িয়ে দিল

স্বপ্ন রঙিন ঘর- কালো হল

মাটি, আকাশ, ঘর, শহর, বাতি

 

শবের কালোয় তুমি জাগো

নীল আভায় চোখ আলো,

তোমায় বাঁচে আজ- কাল

কারণ, তোমার রঙ নীল ।।

-এলোমেলো, ১৬ই জুলাই, ২০১৭

 

 

Create a free website or blog at WordPress.com.

Up ↑